• আপডেট টাইম : 18/05/2022 05:58 PM
  • 449 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নয়াগোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার বুলবুল হোসেন ও মন্টু আলী।

স্থানীয়রা জানান, নওগাঁ থেকে ধান কেটে ট্রাকে করে ফিরছিলেন একদল শ্রমিক। তারা নয়াগোলার পাওলি এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকে থাকা ধানের বস্তায় চাপা পড়েন শ্রমিকরা। এতে ঘটনাস্থলেই বুলবুল মারা যান। আর আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্রমিক বুলবুল ঘটনাস্থলেই মারা যান। মন্টুকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত পাঁচ শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...