নিয়ম অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও জুন মাসে জাতীয় সংসদের আগামী অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে। বাজেট প্রণয়নের পুর্বে আপনার কাছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের প্রস্তাাবনা তুলে ধরছি।
বাজেট একটি দেশের অর্থনৈতিক নীতি এবং ব্যবস্থাপনার দলিল। বাজেট প্রণয়নে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিদের সংগে মতবিনিময় করা হয়। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি শ্রমিক কর্মচারীরা। কিন্তু আমাদের দুর্ভাগ্য বাজেট উত্থাপন করার আগে কখনই জাতীয় অর্থনীতির প্রধান অংশ (সংখ্যায় এবং অবদানে ) ও সভ্যতার কারিগর শ্রমিকশ্রেণীর কোনো মতামত নেওয়া হয়না। এবারও তার ব্যতিক্রম হলো না।
বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা এবং রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ বিভিন্ন দেশের অর্থনীতির উপর ক্ষতিকর প্রভাব ফেলে চলেছে। একদিকে বৈশ্বিক মহামারী করোনা অন্যদিকে যুদ্ধের কারণে অ স্বাভাবিক বাজার এবং সুযোগ সন্ধানি ব্যবসায়ী চক্রের কারণে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের মূল্য উর্দ্ধমুখী। শ্রমজীবী মানুষের উপার্জন এবং প্রকৃত মজুরি উভয়ই কমেছে। বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে ৭১ শতাংশ মানুষের আয় কমেছে, ৪১ শতাংশ শ্রজীবী মানুষেরস্বা স্থ্যকর খাবার কেনার সামর্থ নেই। অন্যদিকে ২০২২ সালের ৯ মে আমাদের মাথাপিছু আয় হয়েছে ২৮২৪ ডলার যা ২০২১ সালের ২৩ মে ছিল ২২২৭ ডলার। অর্থাৎ গত একবছরে মাথাপিছু আয় ৫৯৭ ডলার বা ৫১ হাজার টাকার বেশী বেড়েছে। সাধারণ মানুষের আয় হ্রাস আর মাথাপিছু গড় আয় বৃদ্ধির এই চিত্র সম্পদ বন্ঠনে তিব্র বৈষম্যের চিত্র তুলে ধরে।
মাননীয় মন্ত্রী,
করোনা মহামারীর আঘাতে গোটা পৃথিবীর অর্থনীতি জীবন জীবিকা যখন বিপর্যস্ত হয়েছে। সেই পরিস্থিতিতেও ২০২১-২০২২ অর্থবছরে আগের বছরের চেয়ে ৬৫ হাজার কোটি বেশী টাকার বাজেট ঘোষণা করেছিলেন। জিডিপি বৃদ্ধি এবং বিশাল এই বাজেট প্রমাণ করেছিল করোনা কালেও শ্রমজীবী মানুষ তাদের ভুমিকা পালনে অবহেলা করেনি। করোনাকালে সরকার বিভিন্ন খাতে সোয়া লক্ষা কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছিলেন। শ্রজীবীদের জন্য প্রত্যক্ষ প্রণোদনার পরিমান প্রয়োজনের তুলনায় ছিল খুবই কম। তা সত্তে¡ও কিন্তু বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে প্রণোদনার অর্থ অধিকাংশক্ষে ত্রে সঠিক ব্যক্তির কাছে পৌঁছায়নি। ফলে করোনাকালে ঝুঁকি নিয়ে দেশের সম্পদ বাড়ালেও এই সম্পদ বৃদ্ধির মুল কারিগররা বঞ্চিত হয়েছে। করোনারক্ষত অর্থনীতি কাটিয়ে উঠলেও শ্রমজীবীরা এর জের টেনে চলেছে এখনও। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আপনি ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৮০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। যা গত বছরের চেয়ে প্রায় ৭৬ হাজার কোটি টাকা বেশী। পূর্বের মতই হয়ত এই বাজেটেরও সবচেয়ে বড় আয় আসবে পরো¶ কর থেকে। ভ্যাট-ট্যাক্সের একটা বড় অংশ বহন করবে শ্রমজীবী মানুষ। আমরা প্রত্যাশা করি প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষ যারা কৃষি, শিল্প ও সেবা খাতে শ্রম দিয়ে অর্থনীতির চাকাকে সচল রাখে, যাদের শ্রমে রপ্তানি আয় বাডছে এবং যারা প্রবাসে কাজ করে রেমিটেন্স পাঠায় সেই দেশী ও প্রবাসী শ্রমিকদের আকাংখার প্রতিফলন আগামী বাজেটে থাকবে। আমরা দেশের শ্রমজীবী মানুষের প ক্ষেনিন্মে উল্লেখিত প্রস্তাাবনা সমুহ আপনার দৃষ্টি আকর্ষনের জন্য তুলে ধরছি এবং আপনার সহৃদয় ভূমিকা প্রত্যাশা করছি:-১. ক্রমবর্ধমান দ্রব্যমুল্যের আঘাত থেকে রক্ষার জন্য শ্রমিক কর্মচারীসহ নিম্নআয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ও সুলভ মূল্যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য বরাদ্দ করা।
২. কর্মক্ষেত্রে দূর্ঘটনায় আহত হলে চিকিৎসা,
ক্ষতিপুরণ ও পূনর্বাসনসহ সামাজিক বেষ্টনির জন্য বরাদ্দ রাখা।
৩. বাজেটে পাট, চিনি শিল্প পূনরুদ্ধার ও রক্ষাজন্য বরাদ্দ রাখা।
৪. শ্রমিকদেরস্বা স্থ্য-নিরাপত্তা সামজিক সুরক্ষায় সুনির্দিষ্ট বরাদ্দ রাখা। শিল্পঘন এলাকায় শ্রমজীবী হাসপাতাল, শিশু যত কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা। শ্রমজীবীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষা স্কিম চালু করা।
৫. অর্থ পাচারকারী, ঋণ খেলাপীদের সম্পদ বাজেয়াপ্ত করে প্রাপ্ত অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা।
৬. দূর্নীতিরোধে কালো টাকা সাদা করার সুযোগ না রেখে তা বাজেয়াপ্ত ও আদায় করে উৎপাদন খাতে বিনিয়োগ করার উদ্যোগ নেয়া।
৭. শ্রমজীবীদের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করা।
৮. ফিরে আসা প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থানসহ পুনর্বাসনের জন্য বিশেষ বরাদ্দ বৃদ্ধি করা।
৯. কৃষিভিত্তিক শিল্প ও কর্মসংস্থান ভিত্তিক উন্নয়নে গুরুত্ব আরোপ করা।
আমরা মনে করি শ্রমজীবীদের জন্য বরাদ্দ দেশের অর্থনীতিকে যেমন শক্তিশালী করে, শ্রমিকদের জীবনমান উন্নয়নেও তেমনি ইতিবাচক ভূমিকা রাখে। উৎপাদনে যেমন গতি আনে, শ্রমিকদের ক্রয়ক্ষামতা বাড়লে তা বাজারেও তেমন গতি সঞ্চার করে। সামগ্রীক অর্থনীতির বিকাশের কথা বিবেচনা করে শ্রমিক এবং শ্রমখাতে বরাদ্দের বিষয়টি আপনি এবং আপনার মন্ত্রণালয় বিবেচনা করবেন বলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ প্রত্যাশা করে।