কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী সংগঠন যুবজোট নেতা মাহাবুব খান সালাম হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বরে কুষ্টিয়া জেলা যুবজোট আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা যুবজোট সভাপতি মাহবুব হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বা পন, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসিনসহ নেতাকর্মীরা। সমাবেশে যুবজোট নেতা সালাম হত্যাকারীরা চিহ্নিত এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করা হয়। পরে একই দাবীতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গত ১১ মে (বুধবার) মধ্যরাতে দৌলতপুর উপজেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহাবুব খান সালামকে পায়ের রগ কেটে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীসহ ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-৯ বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা আলাউদ্দিন খান ওরফে এনামুল হক।