মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ঝড়ে গাছ উপড়ে পড়ে এক নারী চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার মাথিউড়া চা বাগানে এ ঘটনায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় নারী চা শ্রমিকরা বাগানের ট্রাকে করে ৮৫ নম্বর সেকশনে চা পাতা তুলতে যাচ্ছিলেন। এসময় শুকনা টিলায় ট্রাক পৌঁছলে ঝড়ে একটি রাবার গাছ ট্রাকের ওপর পড়ে যায়। এতে ১৩ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় নারী চা শ্রমিক শান্তি সীলকে (৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লক্ষ্মী গৌড় (৩০), চন্দ্রাবতী রাজভর (৪০), কৃষ্ণা রাজভর (৩৫), ময়না রাজভর (৪৫), লক্ষ্মী চরণ রবি দাসসহ (৩০) ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন।
মাথিউড়া বাগানের চা শ্রমিক নেতা বাবু লাল গৌড় বলেন, প্রতিদিনের মতো নারী শ্রমিকরা কাজে যোগদানের জন্য বাগানের গাড়িতে উঠে সেকশনে যাচ্ছিল। কিন্তু সকালে ঝড়ে গাছ উপড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আরও ১২ জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগানের ম্যানেজার মো. সিরাজুদ্দৌলা বলেন, আমরা আহতদের সিলেট ও মৌলভীবাজারের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি। বাকিরা সুস্থ আছেন।