কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম (৩৮) সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে মাহাবুব খান সালামের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে নেওয়া হলে এলাকাবাসী ও নিহতের ¯^জনরা বিক্ষোভে ফেটে পড়ে। পরে তারা লাশ নিয়ে আমদহ গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আল্লারদর্গা বাজার প্রদিক্ষণ শেষে আমদহ গ্রামে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নিহত সালামের ভাই পাতা খান, রনি খান, লিপু খান ও জাকের পাটির নেতা আবুল কালাম লস্কর এবং কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ¯^পন।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আল্লারদর্গা মাষ্টারপাড়া বয়েন মার্কেটের সামনে সন্ত্রাসী হামলায় জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাহাবুব খান সালাম উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামের আলাউদ্দিন খানের ছেলে এবং দৌলতপুর উপজেলা যুবজোটের সাধারন সম্পাদক।
উল্লেখ্য, নিহত মাহাবুব খান সালাম দৌলতপুর উপজেলার কল্যানপুর চরদিয়াড় গ্রামের কথিত তাছের পীরের দরবার শরীফের ভক্ত রাশেদ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামী। এছাড়াও তার বিরুদ্ধে মামক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।