রাজধানীর বাড্ডায় পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. আল-আমিন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিনের দুলাভাই মো. রুবেল বলেন, আল-আমিনসহ তিনজন বাড্ডার গুদারাঘাট এলাকার একটি বাসায় পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। সেখানে মোটরের লাইন ছিল। এই লাইন থেকে হঠাৎ আল-আমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত আল-আমিন নরসিংদীর রায়পুরা থানার বাগবাড়ি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। বনানীর কড়াইল বস্তির জামাই বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তার একটি ছেলে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।