• আপডেট টাইম : 08/05/2022 07:59 AM
  • 561 বার পঠিত
  • শরীফুল ইসলাম ,কুষ্টিয়া
  • sramikawaz.com

আজ রবিবার ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। দীর্ঘ দুই বছর পর এবার শিলাইদহে জাতীয়ভাবে পালন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এ উপলক্ষে কবি গুরুর স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ২৫, ২৬ ও ২৭ বৈশাখ (৮, ৯ ও ১০ মে) কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে ৩দিন ব্যাপী অনুষ্ঠান। নানা আয়োজনে ঘেরা বর্ণিল এ উৎসবের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছেন প্রশাসন। নেয়া হয়েছে বাড়তি নিরপত্তা ব্যবস্থাও। এদিকে দীর্ঘ দুই বছর পর কুঠিবাড়ির বন্ধ দ্বার খুলে দেওয়ায় ¯^স্থি ফিরেছে কবিভক্ত ও দর্শনার্থীদের মাঝে।

পদ্মা নদীর তীরবর্তী ছায়াশীতল ও নিরিবিলি পরিবেশ থাকার কারনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের মূল্যবান সময় কাটিয়েছে স্মৃতিধন্য শিলাইদহের কুঠিবাড়িতে। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। তাইতো রবীন্দ্র সাহিত্যে শিলাইদহের গুরুত্ব সবসময়ই আলাদামাত্রা যোগ হয়। এজন্যই কবির গুরুর স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে বছর জুড়ে দর্শনার্থীদের ভীড় লেগেই থাকে। আর কবিগুরুর জন্মজয়ন্তী এলেতো রবীন্দ্রভক্তদের মনে দোলা জাগে।

তবে কবিগুরুর স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় না হওয়ার ব্যাথা রয়েই গেছে রবীন্দ্র প্রেমিদের মনে। আর কুঠিবাড়িতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হলেই দেশে রবীন্দ্র চর্চা ব্যাপক হবে এমনটি নয় বলে জানিয়েছেন রবীন্দ্র গবেষক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডীন ড. সরওয়ার মুর্শেদ রতন।

আজ দুপুর ২.৩০টায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয় পর্যায়ের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

এদিকে ৩দিনের এ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

বিশ্বকবি রবীন্দ্রনাথ বাঙালির মনন ও মানষিকতা গঠনে এবং চেতনার উন্মেষের অন্যতম প্রধান অবলম্বন। বাঙালির হাজার বছরের ঐতিহ্যলালিত দর্শন ও সাহিত্য তাঁর রচনার মধ্য দিয়ে বিশ্বসাহিত্য সভায় পরিচিতি পায়। বাঙালির সাহিত্য ও সংস্কৃতি বিশ্বজনীন হয়ে উঠেছে রবীন্দ্রনাথের মাধ্যমে। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বদরবারে সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন। তাইতো কবিগুরুকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছে সমগ্র বাঙালি জাতি।

এ উৎসব উপলক্ষে কুঠিবাড়ির পাশে বসছে তিনদিন ব্যাপী গ্রামীণ মেলাও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...