নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের নেতৃত্বে ও শ্রম দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের কাটাইখানা মোড় থেকে শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে জেলা শ্রমিকলীগ ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
অপরদিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ মে দিবস উপলক্ষ্যে আলোচনার সভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।