সকল ক্ষেত্রে ৮ ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে ১৩৬ তম মহান মে দিবস পালন করবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।
মহান মে দিবস পালনে আজ ১ লা মে রবিবার সকাল ১১ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিণেল এ দাবি করে স্কপ।
স্কপ যুগ্ম সমš^য়ক চৌধুরী আশিকুল আলমের সভাপতিত্বে ও আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্কপ নেতা সহীদুল্লাহ চৌধুরী, মেজবাহ উদ্দিন আহমেদ, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, আব্দুল কাদের হাওলাদার, হাবীবুল্লাহ, শামীম আরা, আজিজুন নাহার, আলাউদ্দিন মিয়া, নুর মোহাম্মদ, ডা. ওয়াজেদুল ইসলাম খান, নঈমুল আহসান জুয়েল, শাকিল আক্তার চৌধুরী, বাদল খান, আব্দুল ওয়াহেদ, ফিরোজ হোসেন, কামাল সিদ্দিকি প্রমুখ।
সমাবেশে সংহতি বক্তব্য রাখেন, কুতুব উদ্দিন আহমেদ, নাজমা আক্তার, রুহুল আমিন এবং বাংলাদেশ ইনিষ্টিটিউট অব লেবার ষ্টাডিজ-বিলস এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কহিনুর মাহমুদ।
সমাবেশের সভাপতি স্কপের পক্ষ থেকে ঘোষণা পত্র পাঠ করেন।
যে শ্রমজীবী মানুষের রক্ত ঘামে দেশের অর্থনীতির উন্নয়ন হচ্ছে, সেই শ্রমজীবী মানুষের জন্য তাদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নেতৃবৃন্দ স্কপের ৯ দফা অবিলম্বে রাস্তবায়নের জোর দাবি জানান।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর ঘোষণা
’শ্রমিক শ্রেণির রক্তঝরা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের মহিমায় সংগ্রামের প্রতীক ১লা মে "মহান মে দিবস"। শ্রেণি বিভক্ত সমাজে শ্রমজীবী মানুষ বুঝেছে যে, জীবন ও রক্তদানের মধ্য দিয়েই তার অধিকার আদায় করে নিতে হয়। শ্রমিক শ্রেণির ছোট বড় বিচ্ছিন্ন ¯^তঃস্ফূর্ত আন্দোলন থেকে যূথবদ্ধ ও সংগঠিত রূপের আন্দোলনের সূচনা ঘটে ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে সমাবেশের মাধ্যমে। কিন্তু বুর্জোয়া শ্রেণীর সরকারের পুলিশ ও গুন্ডা বাহিনীর নির্মম দমন পীড়নের প্রতিবাদে ১মে শ্রমিক ধর্মঘট পালিত হয়। ধর্মঘট চলাকালে পুলিশ ও বুর্জোয়াশ্রেণীর দালালদের অতর্কিত হামলায় নিহত হন ৬ জন শ্রমিক এবং শত শত শ্রমিক আহত হন।
এর প্রতিবাদে ৪ মে হে মার্কেটের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা চলাকালীন সময়ে পুলিশের গুলিবর্ষণে নিহত হন ৭ জন শ্রমিক এবং হতাহত হন অনেকে। ৮ ঘন্টা শ্রম দিবসের ঐতিহাসিক সংগ্রামে নেতৃত্ব দেবার কারণে পুলিশ গ্রেফতার করে অগাষ্ট স্পাইজ, সীমফেল্ডেন, মাইকেল, জর্জ এঞ্জেল, এডলফ ফিশার, লুই নিংগ এবং অস্কার নিবে- এই ৭ জন শ্রমিক নেতাকে। প্রহসনমুলক বিচারে বুর্জোয়াশ্রেণী ও তাদের স্বার্থরক্ষাকারী সরকার ফাঁসির আদেশ দেয় শ্রমিক শ্রেণীর নির্ভীক, দৃঢ়প্রতিজ্ঞ বীর নেতা অগাষ্ট স্পাইজ, পারসন, ফিশার, জর্জ এঞ্জেলকে। জীবন দিয়ে এই বীর শ্রমিক নেতারা সেদিন সৃষ্টি করেন আত্মত্যাগ ও বিপ্লবী দৃঢ়তার এক উজ্জল দৃষ্টান্ত। তাদের সংগ্রামের ফলেই পরবর্তীতে প্রতিষ্ঠিত হয় ৮ ঘন্টা শ্রম, ৮ ঘন্টা বিনোদন ও ৮ ঘন্টা বিশ্রামের সময়সীমা। আন্তর্জাতিকভাবে ¯^ীকৃতি লাভ করে মহান মে দিবস ।
মে দিবসের এই ইতিহাস আমাদের বারবার স্মরণ করতে হয় কারণ এখনও শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। দেশে বিদেশে পূঁজির ¯^ার্থে গৃহীত কর্মসূচী যথা বিশ্বায়ন, মুক্তবাজার অর্থনীতি, শোভন কাজ, শোভন কর্মপরিবেশ সবই আজ প্রশ্নবিদ্ধ। সহস্রাব্দের উন্নয়ন কৌশল' এমডিজি এবং 'টেকসই উন্নয়নের লক্ষামাত্রা' এসডিজি এসব কোন কর্মসূচিই দূর করতে পারছে না বৈষম্য, কমাতে পারছে না শোষণ। ফলে প্রতিনিয়ত কমছে শ্রমজীবীদের জীবন ও জীবিকার নিশ্চয়তা। মুনাফা কেন্দ্রিক বিশ্বব্যবস্থা বিশ্বব্যাপী কি করোনাকালে কি করোনা পরবর্তীতে শ্রমজীবী মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসের বিরুদ্ধে সমষ্ঠিত হওয়ার বদলে পুঁজিতে সমৃদ্ধ বৃহৎশক্তির দেশগুলোর ভিতরে বিরোধ ক্রমশঃ বেড়েই চলেছে। কিন্তু যত বিরোধ থাকুক শ্রমজীবীদের মজুরী শোষণের ব্যাপারে তাঁরা সবাই ঐক্যবদ্ধ। তাই করোনা মহামারীতে শ্রমজীবীদের জীবন দুর্বিষহ হলেও বৃহৎ পুঁজিপতিদের মুনাফা বেড়েই চলেছে।
আমাদের দেশের পরিস্থিতিও ভিন্ন কিছু নয়। লকডাউনে শ্রমিক কাজ ও আয় হারালেও মালিকরা পেয়েছে বিপুল সহায়তা। গার্মেন্টস শিল্প মালিকদের হাজার-হাজার কোটি টাকা প্রণোদনা দেয়া হয়েছিল কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে শ্রমিক- জনগণের প্রতি যে দায়িত্ব নেয়ার কথা ছিল তা কার্যকরভাবে পালিত না হওয়ায় করোনা শ্রমজীবীদেরকে মহাদুর্ভোগে পতিত করেছে। একদিকে উৎপাদন অব্যাহত রাখার প্রয়োজনের কথা বলে শ্রমিকদের কাজ করিয়েছে অন্যদিকে কারখানা বন্ধ, ছাঁটাই, লে-অফ, চাকুরিচ্যুতির ঘটনাও ঘটেছে। অধিকার বঞ্চিত শ্রমিকরা আন্দোলনে নেমে নিপীড়নের মুখোমুখি হয়েছে, জীবন ও রক্ত ঝরেছে । করোনাকালে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য কিছু প্রণোদনা ঘোষণা করা হয়েছিল। কিন্তু শ্রমিক সংগঠন সমুহকে যুক্ত না করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণের কর্মসুচির ফলে এসব প্রণোদনা করোনার আঘাত সামলে উঠতে শ্রমিক শ্রেনীকে তেমন সহায়তা করেনি।
পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় বিশ্বব্যাপী এই করোনা দুর্যোগে গরিব আরো গরিব হয়েছে আর ধনীর বেড়েছে ধনসম্পদ। বেকারত্ব কর্মহীনতা বেড়ে যাচ্ছে, খেটেখাওয়া মানুষের জীবন ও জীবিকার অনিশ্চয়তা বাড়ছে। বাংলাদেশের শ্রমিক শ্রেণীর সামনেও আজ এক বিরাট চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। মজুরী কমছে, কর্মসময় বাড়ছে, আধুনিকায়নের নামে বেকারত্ব বাড়ার আশংকা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য শ্রমিক শ্রেণীকে এক কাতারে এসে দাঁড়িয়ে নিজের অধিকার সংরক্ষণ ও নতুন ভবিষ্যতের জন্য লাগাতার সংগ্রাম অগ্রসর করে নেওয়ার মধ্যদিয়ে অধিকার অর্জনের সংগ্রাম শক্তিশালী করা আজ সময়ের দাবি। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর পক্ষ থেকে মহান মে দিবসে তাই আমাদের আহবান, আসুন-
১. বাজারদরের সাথে সঙ্গতি রেখে জাতীয় ন্যুনতম মজুরী ঘোষণা কর। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের মজুরী কমপক্ষে ২০ হাজার টাকা নির্ধারণ কর।
২. কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপদ কর্ম ক্কষেত্র্মর নিশ্চিত কর। কর্মক্ষেত্রে মৃত্যু হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ নির্ধারণ কর। আহতদের চিকিৎসা, ক্ষতিপুরণ ও পুনর্বাসনের ব্যবস্থা কর।
৩. পাটকল, চিনিকলসহ বন্ধ সকল কলকারখানা চালু কর। ঠিকাদার ও আউট সোর্সিং ব্যবস্থা বাতিল করে স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধ কর।
৪. আই এল ও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত কর।
৫. অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করাসহ ৯ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ ধারাবাহিক আন্দোলন গড়ে তুলি।’