সকল ক্ষেত্রে ৮ ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে ১৩৬ তম মহান মে দিবস পালন করবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। মহান মে দিবস পালনে আগামীকাল ১ লা মে, রবিবার, সকাল-১১ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল করবে স্কপ।
স্কপ যুগ্ম সমš^য়ক চৌধুরী আশিকুল আলম এর সভাপতিত্বে ও আহসান হাবিব বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন স্কপ নেতা সহীদুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মোহাম্মত জাফর, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, আব্দুল কাদের হাওলাদার, হাবীবুল্লাহ, শামীম আরা, আলাউদ্দিন মিয়া, ডা. ওয়াজেদুল ইসলাম খান, নঈমুল আহসান জুয়েল, শাকিল আক্তার চৌধুরী, বাদল খান, আব্দুল ওয়াহেদ, ফিরোজ হোসেন, কামাল সিদ্দিকি প্রমুখ।
নেতৃবৃন্দ, মহান মে দিবসে স্কপের সমাবেশ সফল করতে স্কপভুক্ত সংগঠন সমূহের সংশ্লিষ্ট এলাকার কর্মীদের প্রতি এবং কর্মসূচীর চিত্র ও স্কপের ঘোষণা সারাদেশের শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দিতে দেশের জাতীয় গণমাধ্যমসমূহের বার্তা সম্পাদকগণের প্রতি উদ্যোগ গ্রহণের আহবান জানান।