• আপডেট টাইম : 29/04/2022 09:29 AM
  • 496 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস প্রদান ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে আদজী ইপিজেড-এর বেকা গার্মেন্টস কারখানার শ্রমিকরা।


২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে কারখানার শ্রমিক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, গাবতলি পুলিশ লাইন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কারখানার শ্রমিক মেহেদী, রাজিয়া, মামুন,জয়, সাব্বির প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন : অবিলম্বে বেকা গার্মেন্টসের প্রতারক মালিক কে গ্রেফতার ও তাঁর সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধ করার এবং আদমজী ইপিজেড কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তি দেওয়ার দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন : প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইপিজেড এলাকায় কর্মরত শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার কথা বলে শ্রমিকদের সাধারণ শ্রম অধিকার সংকুচিত করা হয়েছে। অথচ ইপিজেড এলাকায় পরিচালিত কারখানার মালিক ৩ মাস যাবৎ শ্রমিকদের বকেয়া বেতনভাতা না পরিশোধ করার পরেও ইপিজেড কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি আদায় করে দেওয়ার ব্যবস্হা করেনি। শ্রমিকরা বকেয়া মজুরি পরিশোধের দাবিতে রাস্তায় নামলে তাদের পুলিশ দিয়ে নির্যাতন করিয়েছেন।

বেকা গার্মেন্টসের মালিক মার্চ মাসের বেতনের পে-স্লিপ দিয়ে শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্হা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে। পরিশেষে কোন বেতন ভাতা পরিশোধ না করেই কারখানা বন্ধ করে শ্রমিকদের সাথে প্রতারণা করেছে। ঈদের ছুটির পূর্বে আজ শেষ কর্মদিবস হলেও আদমজী ইপিজেড কর্তৃপক্ষ বেকা গার্মেন্টসের মালিকের কাছ থেকে শ্রমিকদের বকেয়া মজুরি আদায়ে কোন দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...