• আপডেট টাইম : 27/04/2022 05:43 PM
  • 492 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

ঈদের ছুটির পূর্বে সরকারি শেষ কর্মদিবসেরসকল শ্রমিক – কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ও পূর্ণ ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ। স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের যুগ্ম সমš^য়ক চৌধুরী আশিকুল আলম ও আহসান হাবিব বুলবুল, স্কপ নেতা সহিদুল্লাহ চৌধুরী, মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, আলাউদ্দিন মিয়া, নঈমুল আহসান জুয়েল, শামীম আরা, সাকীল আক্তার চৌধুরী, পুলক রঞ্জন ধর প্রমুখ নেতৃবৃন্দ বেকা গার্মেন্টস, ইন্ট্রাকো ফ্যাশান, স্কাইলাইনসহ বিভিন্ন কারখানায় বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ এবং বিক্ষোভ দমনে পুলিশের লাঠিচার্জ-ঠিয়ারশেল নিক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা ২০ রোজার মধ্যে বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি করেছিল। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ২০ রোজার মধ্যে ৯২ শতাংশ কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। আর একদিন পর অর্থাৎ ২৯ এপ্রিল থেকে দেশের সকল সরকারী অফিসে ঈদের ছুটি শুরু হবে। ্অথচ, এখনো অনেক কারখানায় মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি, ঈদ বোনাস দেয়া হয়নি। আগামিকালকের পর সাধারণভাবে ৪ মে পর্যন্ত ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ ব্যাংক শিল্প ঐলাকায় শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কিন্ত তা ব্যাংক লেনদেনে কোনো সমস্যা হলে সমাধানের নিশ্চয়তা দেয়না। আর শ্রম সংশ্লিষ্ট রাষ্ট্রিয় দপ্তরের কর্মকর্তাগনকে আগামীকালের শেষবেলা থেকে দপ্তরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ আগামীকাল প্রথমার্ধের পরে কোন কারখানা মালিক বেতন-ভাতা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকদের আইনের আশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, ঈদ কোনো অকস্মিক বিষয় নয়। প্রতিবছর নির্দিষ্ট সময়ে উৎসব হয় কিন্ত শিল্প মালিকরা পূর্ব থেকে প্রস্তুুতি না নিয়ে প্রতিবছর একই ঘটনার পুণরাবৃত্তি ঘটায়। যা প্রমাণ করে ঈদের আগে বেতন-ভাতা নিয়ে সংকট সৃষ্টি হয় মালিকদের অবহেলা না হয় পরিকল্পিত। নেতৃবৃন্দ, আগামীকালকের মধ্যে সকল শ্রমিক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বেনাসসহ বকেয়া সকল পাওনা পরিশোধ ও শ্রমিকদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করার আহবান জানান এবং বেতন-বোনাস পরিশোধের ব্যার্থতায় কোনো শ্রম অসোন্তোষ শক্তি প্রয়োগে দমনের প্রচেষ্টা সহ্য করা হবেনা বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...