• আপডেট টাইম : 27/04/2022 01:32 PM
  • 487 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক পাঠানোসহ বৈধ রিক্রুটিং এজেন্সি এবং প্রবাসগামী কর্মী নিয়ে গড়ে উঠা সব প্রকার সিন্ডিকেট প্রথা বাতিলের দাবি জানিয়েছে বায়রা সিন্ডিকেটবিরোধী মহাজোট।

সেই সঙ্গে অন্য ১৩টি সোর্স কান্ট্রির মতো সব বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের দাবি জানানো হয়। বুধবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, কম খরচে বাজার সবার জন্য উন্মুক্ত করবেন, যাত্রীদের শুধু একবার মেডিকেল করার ব্যবস্থা করবেন, এমওইউ অনুযায়ী জেডব্লিউসি মিটিং করে সিস্টেম ঠিক করবেন, আইএলও কনভেনশন অনুসরণ করবেন, কম খরচে যাওয়ার জন্য ডাটা ব্যাঙ্ক থেকে কর্মী নেওয়ার ব্যবস্থা করবেন, অন্য ১৩টি দেশের ন্যায় কর্মী যাবে এবং বাংলাদেশের অনলাইন সিস্টেম চালুর ব্যবস্থা করবেন। আমরা মন্ত্রীর উপরোক্ত সব বক্তব্যের সঙ্গে একমত এবং আমাদের প্রত্যাশা তিনি তার বক্তব্যে অবিচল থাকবেন।

তিনি আরও বলেন, এরপরও সম্ভাব্য ২৫ সিন্ডিকেটের সদস্যরা অতীতের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করছে।

আলী হায়দার চৌধুরী বলেন, ১০ সিন্ডিকেটের মাধ্যমে চালু হওয়া ২০১৬ সালের মালয়েশিয়ার শ্রম বাজার অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে মাত্র দেড় বছরের মাথায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। বাতিল করে এসপিপিএ নামক ১০ এজেন্সির অটো ডিস্ট্রিবিউশন পদ্ধতি। সিন্ডিকেটের মাধ্যমে শুরু হওয়া শ্রমবাজার এবং অনিয়মের ফলে বাজারটি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় কর্মীরা, সেই সঙ্গে নষ্ট হয় দেশের ভাবমূর্তি।

সিন্ডিকেট বন্ধ না হলে দেশের যেসব ক্ষতি হতে পারে উল্লেখ করে তিনি জানান— পূর্বের ন্যায় অনিয়ম, দুর্নীতি ও অভিবাসন ব্যয় বাড়বে এবং স্বার্থান্বেষী মহলের কিছু সংখ্যক ব্যক্তির দেশবিরোধী তৎপরতা চরিতার্থ হবে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি উপজেলায় এক হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান বাস্তবায়ন ব্যাহত হবে, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারণা বাড়বে, ফলে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি কাজ করলে কর্মী প্রেরণের গতি কমে যাবে, তেমনি সক্ষমতা থাকা সত্ত্বেও শত শত রিক্রুটিং এজেন্সি তাদের ব্যবসার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাসার, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...