ঈদের আগে এপ্রিল মাসের পূর্ণ বেতন ও বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্যারাডাইজ কেবলস কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ৯ টায় ফতুল্লার কুতুব আইল এলাকার প্যারাডাইজ কেবলস লিমিটেড কারখানার গেইট থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাসেল, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সহ-সভাপতি মোঃ সেলিম, সহ-সাধারণ সম্পাদক বাদল মোল্লা, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, দপ্তর সম্পাদক আবু বক্কর, নারী সদস্য শাহিনা মজুমদার ও আলেয়া প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন প্যারাডাইজ কেবলসের মালিক সারা বছর বেতন-ভাতা নিয়ে নানান টালবাহানা করেছে। এখন ঈদ মূহুর্তে এসে শ্রমিকদের কাঙ্খিত ঈদ বোনাস ও এপ্রিল মাসের বেতন নিয়ে ঘোরাঘুরি শুরু করেছে। বেতন ও বোনাস থেকে বঞ্চিত করার পাঁয়তারা চালিয়েছে। কারখানার মালিক শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ না করে পরিবার-পরিজন নিয়ে বিদেশে গিয়ে ঈদ উৎস করবে আর শ্রমিকরা ঈদের দিন না খেয়ে থাকবে তা হতে দেওয়া হবেনা। ঈদের আগে এপ্রিল মাসের পূর্ণ বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে। অন্যতায় তীব্র আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, সময় মতো বেতন-বোনাস না পেলে শ্রমিকদের পরিবার পরিজনের জন্য নতুন কাপড় কেনা অন্যান্য বাজার করা ঈদে বাড়ি ফেরা সম্ভম হবে না। বেতন-বোনাস সম্পর্কিত দাবি মালিক কানে তুলছে না। আভাস পাওয়া যাচ্ছে শ্রমিকদের বেতন বোনাস থেকে বঞ্চিত করার জন্য কারখানার মালিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্যারাডাইজ কেবলস সহ কোন কারখানার শ্রমিককে বেতন-বোনাস থেকে বঞ্চিত করা হলে মালিকদের ছাড় দেওয়া হবেনা। ওই কারখানার মালিকের বাড়ি ঘেরাও করে পাওনা আদায় করা হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ও ঘর ভাড়া, গাড়ি ভাড়া বৃদ্ধির ফলে দৈনন্দিন জীবনের ব্যয় বেড়েছে কয়েক গুণ। বর্তমানে বাজারে শ্রমিকদের প্রাপ্ত মজুরিতে জীবন ধারণ করা সম্ভব হচ্ছে না। এসব বিবেচনায় নিয়ে অবিলম্বে মজুরি কমিশন বোর্ড পূর্ণ গঠন করে জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করতে হবে। নেতৃবৃন্দ ঈদের আগে প্যারাডাইজ কেবলস সহ অপরাপর সকল কারখানার শ্রমিকদের এক মাসের বেতনের সমান বোনাস ও এপ্রিল মাসের পূর্ণ বেতন প্রদানের দাবি জানান।