• আপডেট টাইম : 26/04/2022 05:50 AM
  • 568 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বাংলাদেশ শ্রম অধিকার না থাকায় আমেরিকার (যুক্তরাষ্ট্র) বাজারে জিএসপি সুবিধা পাওয়ার যোগ্য হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, 'দুর্ভাগ্যবশত, শ্রম অধিকার না থাকায় যেমন বাংলাদেশ জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি) বাণিজ্য সুবিধা পাওয়ার যোগ্য হয়নি, ঠিক একই কারণে ডিএফসিও বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনায় অপারগ।'

গত ২৪ এপ্রিল রোববার 'বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক: জোরদার সহযোগিতা ও অংশীদারিত্ব স্থাপন' শীর্ষক সেমিনারে একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
বাংলাদেশ ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এ সেমিনারে পিটার হাস আরো বলেন, 'যুক্তরাষ্ট্র বাংলাদেশে ল¶্যভিত্তিক উন্নয়ন সহায়তার মাধ্যমেসহ শ্রম অধিকার প্রতিষ্ঠায় সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।
‘আমরা বাংলাদেশের তৈরি পোশাক কারখানা শ্রমিকদের কর্মপরিস্থিতি উন্নয়ন প্রচেষ্টায় সহায়তা দানের মাধ্যমে তাদের সমিতি বা ইউনিয়ন গঠনের ¯^াধীনতাকে সক্রিয়ভাবে উৎসাহিত করে থাকি।'
তিনি বলেন, 'আগামী বছর আমরা ডিপার্টমেন্ট অফ লেবার থেকে একজন নতুন অ্যাটাশেকে ¯^াগত জানাব, যার মাধ্যমে এখানে আমাদের সমš^য় জোরদার হবে।’
সূত্র ভো.আ.

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...