দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ৫দিন যানৎ অবস্থান আন্দোলনে ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশনের শ্রমিকরা।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)'র অর্থ সম্পাদক ও গার্মেন্ট শ্রমিক টিইউসি'র কার্যকরি সভাপতি শ্রমিকনেতা কাজী রুহুল আমিন বলেন, দীর্ঘদিন যাবৎ একই মালিকানাধীন ইন্ট্রাকো ফ্যাশন লিঃ ও ইন্ট্রাকো ডিজাইন লিঃ এর শ্রমিকরা সময়মত বেতন পায়না। ঈদের আগে বেতন-বোনাস প্রাপ্তির ক্ষেত্রেও অনিশ্চয়তার আশংকা থাকায় আগে থেকেই মালিককে সতর্ক করায় মালিক লিখিতভাবে ইউনিয়ন এর সহিত চুক্তি করে মার্চ, এপ্রিল মাসের এর বেতন এবং ঈদ বোনাস পরিশোধের নিশ্চয়তা দেয়। সেই চুক্তি ভংগ করায় গত ২০ এপ্রিল ২০২২ থেকে ৫ দি যাবৎ আন্দোলন চলছে।
শ্রমিকরা জানিয়েছে, এরপরও যদি মালিকের বোধের উদয় না, যদি বেতন বোনাস না দেয় তাহলে কঠোর আন্দোলন করে পাওনা আদায় করবো।
উল্লেখ্য, গ্যাসের বিল পরিশোধ না করার কারণে গ্যাস লাইন বিচ্ছিন্ন রয়েছে। এ ামত অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন শ্রমিকরা। একই মালিকানাধীন এপেক্স উইভিং এন্ড ফিনিশিং লিঃ এবং হোম টেক্সটাইল লিঃ এর শ্রমিকদেরও এখনো মার্চ মাসের বেতন দেয়নি।