• আপডেট টাইম : 20/04/2022 04:00 PM
  • 505 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ময়মনসিংহের নান্দাইলে একটি অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার সকালে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, দক্ষিণ বাঁশাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত দুই নারী ভোররাতে গ্রামের আব্দুল হেলিমের বাড়ডতে একটি অবৈধ আতশবাজির কারখানায় গিয়ে পটকা বানানোর কাজ করেছিলেন। এসময় কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণের আগ মুহূর্তে দুটি বজ্রপাতের কারণে ওই ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...