২০ রমজানের আগে সকল গার্মেন্টস শিল্পের শ্রমিকেদের বকেয়া বেতন ও পূর্ন মাসের মজুরীসহ ঈদ বোনাস বেসিক সমান পরিশোধ করার দাবী করে মানববন্ধন করেন শ্রমিক সংগঠন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (ইএঝঋ)। ঈদ যাত্রাপথে পরিবহন ভাড়া নৈরজ্য বন্ধ ও সকল শ্রমিকশ্রেণীর বাড়ি ফেরা নিশ্চিত করার দাবি জানান তারা।
১৮ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৪টায় কাশিমপুর আঞ্চলিক কমিটির ব্যানারে জীরানী বাজার বিকেএসপির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ আয়োজনে বিজিএসএফ এর কাশিমপুর আঞ্চলিক কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু।
অরবিন্দু বেপারী বিন্দু বলেন, শ্রম প্রতিমন্ত্রী মুন্নিজাহান সুফিয়ান ঈদের আগে শ্রমিকদের ১৫ দিনের বেতন দেওয়ার কথা মালিকদের জানিয়েছেন। এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি।
এর আগে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি চালিকাশক্তি শিল্প শ্রমিকরা এই বাংলাদেশ মধ্যমে আয়ের রুপান্তিত করছে এই রাষ্ট্রের শ্রমিকরা তারাই ন্যায়সঙ্গত অধিকার হইতে পদে পদে বঞ্চিত হচ্ছে। শ্রমিকেরা গত ২০/২১ সালে ঈদ পালন করতে পারেনি মহামারি করোনার জন্য। চলতি বছর ২০২২সালে দেশের পরিস্থিতি ¯^াভাবিক হলেও শ্রমিক কলকারখানার উৎপাদন সচল রেখেছে। এবার সরকারের শ্রম প্রতিমন্ত্রী বক্তব্য প্রমান মিলে ওনি শ্রম বান্ধব না, ওনি দেশের পুঁজিবাদ শিল্প মালিক বান্ধব। সামনে ঈদ শ্রমিকেরা ভালোভাবে বাড়ি যাওয়া থেকে শুরু করে, ২০ রমজানের মধ্যে ১ মাসের বেসিকের সমান ঈদ বোনাস ও ঈদের আগে বকেয়া বেতনসহ এপ্রিল মাসের পূর্ণ বেতন প্রদান করতে হবে।
অরবিন্দু বেপারী বিন্দু আরও বলেন, মালিকরা যদি মনে করেন, সরকার ও তথাকথিত নামধারী শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে ন্যায়সঙ্গত অধিকারের শ্রমিকশ্রেনীর আন্দোলন সংগ্রাম বন্ধ করে দিবে এবার হয়তোবা এই সুযোগ পাবে না। শ্রমিকেরা এখন অনেক সচেতন হয়েছে। শ্রমিকেরা ঐ সমস্ত লেভেলধারী নেতাদের প্রতিহত করে শ্রমিকের অধিকার ছিনিয়ে নিয়ে আসবে। এখনও সময় আছে সাবধান হয়ে যান, শ্রমিকদের নিয়ে রংতামাশা না করার আহ্বান জানান তিনি।
এসময় শ্রমিকরা বলেন, বর্তমানে সকল নিত্যপন্যের দাম আকাশ ছোয়া এতে করে শ্রমিকেরা যদি পুরো মাস ফ্যাক্টরিতে কাজ করে ঈদের বেতন নিতে হবে মাত্র ১৫ দিনের। এই অমানবিক সিদ্ধান্ত কোনোক্রমে মেনে নিতে পারছেন না বলে জানান শ্রমিকরা।
মানববন্ধনে প্রধান অতিথি বলেন, শ্রমিকেরা যাতে করে নিরাপদে বাড়ি যেতে পারে এটা নিশ্চিত করতে হবে। বরাবর দেখা যায় শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ যখন ঈদে গ্রামের বাড়ির উদ্দশ্য নিয়ে ছুটে তখনি এক অপগোষ্ঠি মহল গনপরিবহনে ভারা নিয়ে নৈরাজ্য করে। এগুলো বন্ধ করার দাবী জানান সরকার ও প্রশাসনের প্রতি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলাল মোল্লা আওয়াল, মাসুদ রানা, মোরসালিন মিয়া প্রমূখ।