২০ রমজানের মধ্যে ১ মাসের বেসিকের সমান ঈদ বোনাস ও জাতীয় ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা'র দাবীতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
১৫ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় আশুলিয়া'র জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ কর্মর্সূচি পালিত হয়।
সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু 'র পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রমিকনেতা ইদ্রিস আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি লুতফর রহমান আকাশ, ইউনিট কমিটির সভাপতি আলম পার্ভেজ, আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নবীয়াল ফকির, আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আলতার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মামুন দেওয়ান ও শ্রমিকনেতা নাহীদ।
শ্রমিনেতারা বলেন এবার ঈদের ছুটি হবে এপ্রিল এর ২৯ তারিখ থেকেই এবং শ্রমিকরা কাজে যোগদান করবেন মে মাসের ৭ তারিখ থেকে। তার মানে শ্রমিকরা এপ্রিল মাসের পূর্ণ হাজিরা থাকবে তাহলে এপ্রিল মাসের ১৫ দিনের বেতন পরিশোধের সিদ্ধান্ত কেন?