গাজীপুরে গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহের আঞ্চলিক নেতৃবৃন্দের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল বুধবার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার শ্রমিক ভুবনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে মহিলা শ্রমিকলীগের কার্যনর্বাহী সভাপতি ও সংসদ সদস্য সামসুন্নাহার ভূঁইয়া বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা সময় মত পরিশোধ করতে হবে। তিনি বলেন, শ্রমিকরা ঈদ বাড়ি যাবেন এজন্য প্রস্তুতির প্রয়োজন আছে, পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করতে হবে। শ্রমিকরা যেন বেতন-বোনাসের জন্য রাস্তায় বের না হন-এ জন্য সময় মত বেতন দিতে হবে।
তিনি চলমান শ্রম অসন্তোষ মালিকদের সঙ্গে আলোচনার মধ্যেই মাধ্যমে সমাধান করার আহ্বান জানান এবং রাস্তা বন্ধ করে সাধারণ জনগণকে যেন কষ্ট না দেয়া হয় সেদিকে সকলের প্রতি বিশেষ করে শ্রমিকদের প্রতি আহবান জানান। কারখানার সমস্যা কারখানার ভেতরে সমাধান করা সম্ভব বলে দাবি করেন তিনি।
সামসুন্নানাহর এমপি বলেন, বিশ^জুড়ে অর্থনৈতিক টাল-মাটাল অবস্থা বিরাজ করছে। প্রতিবেশি শ্রীলংকা ও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভাল না। এ সব বিবেচনা করে সকল পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। যদিও সব দিক থেকেই বাংলাদেশের অর্থনীতিতে ভাল অবস্থা বিরাজ করছে। তারপরও আমাদের মনে রাখতে হবে, আমরা একটি খারাপ বৈশি^ক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সকরের উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা। কারো দায়িত্বহীনতা ও উস্কানীতে শিল্পের যেন ক্ষতি না হয়। মানুষের জীবন অতিষ্ট যেন না হয়ে ওঠে।
ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় শ্রমিক নেতারা দাবি তোলেন, ঈদের পুর্বে বেতন-বোনাস পরিশোধ করে শ্রমিকদেরকে তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার সুযোগ করে দিতে হবে। তারা বলেন, ঈদের পূর্বে বিভিন্ন কারখানায় চলমান শ্রম অসন্তোষের দায় প্রতিষ্ঠান মালিকদেরকে নিতে হবে।
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি তমিজ উদ্দিন তনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামীলীগ নেতা আবুল কাশেম। গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক কবির আহমেদ মন্ডল ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইস উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর টঙ্গীর সহকারী উপ-মহাপরিদর্শক মো. মোতালেব মিয়া; টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা; বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম; গণতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন; গাজীপুর জেলা মহিলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ঝুমুর আক্তার ও ¯^াধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শাকিল আহমেদ।
ইফতার মহফিলে আশাদুল ইসলাম মাসুদ, হাবিবুর রহমান হাবিব, শাজাহান সিরাজ, শাহাদাত হোসেন, দেলোয়ার সরকার, ডলি আহমেদ, ফরিদা ইয়াসমিন, মো. খোকন মিয়া, হারুন সরকার, মোশাররফ হোসেন, ফজলুর রহমান ফজলু, লিটন মিয়া, রুমি আক্তার, খুশি আক্তার, মনিকা, শফিউল্লাহ গাজী, বাদশা মিয়া, লিটন মিয়া, রওশন জামিল, সেলিনা আহমেদ, সুজন মিয়া, শামসুল হক সহ গাজীপুরে সংগঠনরত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি মো. শফিউল আলম।