কুষ্টিয়ায় বর্ণাঢ্য নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষব। এ বর্ষবরণ উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে সকাল ৯টায় পৌর পুকুরে প্রদিপ নৌকা ভাসিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র আনোয়ার আলী। পরে পৌর বটমুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপর দিকে কুষ্টিয়া জেলা প্রশাসন মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়ও জেলার বিভিন্ন সংগঠন দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করছে বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বকুল তলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ দৌলতপুর উপজেলা প্রশাসনের বর্ষবরণ উৎসব।