• আপডেট টাইম : 11/04/2022 01:09 PM
  • 450 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ভারতের গুজরাটের ভারুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় শ্রমিকের নিহত হয়েছেন।

সোমবার রাত ৩টায় আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত এ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভারুচের পুলিশ সুপার জানিয়েছে, ছয়জন একটি চুল্লির কাছে কাজ করছিল। সেখানে পাতন প্রক্রিয়া চলাকালীন হঠাৎই বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই শ্রমিকদের।

পুলিশ সুপার আরও জানান, চুল্লিতে বিস্ফোরণের ফলে কারখানায় আগুন লেগে যায়। চুল্লির কাছে কর্মরত ছয়জনের সবাই মারা গেছেন। পরে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আগুনও ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে এ ছয়জন ছাড়া আর কেউ আহত বা নিহত হননি বলেও জানা গেছে। কী কারণে এ বিস্ফোরণ ঘটে তা জানতে ইতোমধ্যে তৎপর শুরু করেছে প্রশাসন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...