কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৮ বোতল ফেনসিডিল ও ১ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ হামিদুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার যুগিয়া পুকুরপাড়া বায়তুল মামুন জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ী একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল কুষ্টিয়া সদর উপজেলার পৌর এলাকার যুগিয়া পুকুরপাড়া বায়তুল মামুন জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হামিদুল ইসলামকে ৮ বোতল ফেনসিডিল, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও নগদ ১৩ হাজার ৯০০টাকা সহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক মাদক আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।