• আপডেট টাইম : 07/04/2022 02:43 PM
  • 476 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

গত কাল সাভারের রেডিও কলোনি এলাকায় পুলিশের রিকশা আটকের পেক্ষিতে নাজমুল নামের এক রিকশা
চালক ক্ষোভ-দুঃখে আত্মহত্যা করেন। রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ ও সাধারণসম্পাদক আব্দুল কুদ্দুস এক বিবৃতিতে বলেন, রিকশা শ্রমিকের আত্মহত্যা প্রকৃত অর্থে রাষ্ট্র কর্তৃক হত্যারসামিল, এর দায় রাষ্টের। নেতৃবৃন্দ বলেন, রিকশা শ্রমিকের এই আত্মহননের জন্য দায়িদের শাস্তি নিশ্চিতকরতে হবে এবংক্ষতিগ্রস্ত পরিবারকেক্ষ তিপূরণ প্রদান করতে হবে। সারাদেশে পুলিশ কর্তৃক রিকশা আটক
ও রিকশা শ্রমিকদের ওপর পুলিশের অমানবিক জুলুম নির্যাতন চলে। শ্রমিকদের রুটি-রুজির মাধ্যম রিকশাআটক করে জরিমানার নামে শ্রমিকের কষ্টে অর্জিত অর্থ লুটে নেয়া হয়। পুলিশের জুলুম নির্যাতন ও দুর্নীতিরকারণে এই পেশার শ্রমিকরা আজ আত্বহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছে।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, সুপ্রিম কোর্ট স¤প্রতি ব্যাটারিচালিত যানবাহন ও থ্রি-হুইলার মহাসড়কব্যতিত সকল সড়কে চলাচল করতে পারবে বলে আদেশ দিয়েছেন। আইনশৃক্সখলা রক্ষাকারি বাহিনীআদালতের এই আদেশ বাস্তবায়ন না করে নিজেদের পকেট ভরতে রিকশা আটক করে আদালত অবমাননাকরছে। নেতৃবৃন্দ অবিলম্বে সুপ্রিম কোর্টের আদেশের বাস্তবায়ন দাবি করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...