সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। রমজান মাসের শুরুতেই তা আরো বৃদ্ধি পেয়েছে। কাঁচা বাজার বা মসলা বাজার সব বাজারেই বেড়েছে নিত্যপণ্যের দাম। ফলে পণ্য ক্রয়ে সাধারণ ক্রেতাদের হিমসিম খেতে হচ্ছে। এতে ভোক্তা পর্যায়ে ক্ষোভ বাড়লেও বাজার নিয়ন্ত্রণে নেই কোন তদারকি। ক্রেতাদের অভিযোগ নিত্যপণ্যের মূল্য ক্রয়সীমার বাইরে চলে গেলেও বাড়েনি তাদের আয়ের সীমা।
মঙ্গল ও বুধবার দৌলতপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে একই চিত্র। রমজানের কারণে বিক্রেতারা সব পণ্যের দাম বাড়িয়ে বিক্রয় করতে দেখা গেছে। কাঁচা পণ্যের দাম গত সপ্তাহে যা ছিল বর্তমানে তার দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। আবার কোন পণ্যের দাম তারচেয়েও বেশী লক্ষ্য করা গেছে। আর এ চিত্র জেলার সর্বত্র লক্ষ্য করা গেছে।
দৌলতপুরের আল্লারদর্গা বাজারে সবজি বাজার করতে আসা সাইদুল ইসলাম নামে এক ক্রেতা জানান, রমজান মাসের শুরুতেই সব কাঁচাপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। কোন কোন পণ্যের মূল্য আবার দ্বিগুন, তিনগুনও বৃদ্ধি পেয়েছে। পণ্যের দাম যেভাবে বেড়েছে সেভাবে তো আমাদের মত নি¤œ আয়ের মানুষের আয় বাড়েনি। তিনি নিত্যপণ্যের বাজার মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহŸান জানান।
তবে খুচরা বিক্রেতাদের দাবি তারা পাইকার বাজার থেকে বেশী দামে পণ্য ক্রয় করার কারণে তাদেরও বিক্রয় করতে হচ্ছ বেশী দামে।
নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে হলে প্রয়োজন সরকার নির্দেশিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা। এমন দাবি সাধারণ ক্রেতাদের।
বাজার নিয়ন্ত্রণে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার মাঝে মধ্যে বিভিন্ন পণ্যের দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করলেও তা কোন কাজে আসছেনা বলে জানিয়েছেন ভূক্তভোগী সাধারণ ভোক্তাগণ।
দৌলতপুরে মঙ্গলবারের সবজি পণ্যের বাজার দর ছিল, কাচাঁ মরিচ-৬০টাকা কেজি, রমজানের আগে যা ছিল ৪০টাকা কেজি। বেগুন ৬০ টাকা কেজি, রমজানের আগে ছিল ৩০ টাকা কেজি। পটল ৬০ টাকা কেজি, শসা ৫০ টাকা কেজি, ঢেড়স ৬০ টাকা কেজি। তবে স্থিতিশীল রয়েছে আলু, পিঁয়াজ ও রসুনের দাম।