• আপডেট টাইম : 05/04/2022 05:07 PM
  • 616 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফ’র যাত্রী ছাউনি নির্মাণ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল ১০টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্তের আশ্রয়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ১৫৪/৬-এস সীমান্ত পিলার সংলগ্ন মুন্সিগঞ্জ সীমান্ত এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মো. সবুর সিকদার এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কাচারীপাড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কাশুন।
পতাকা বৈঠকে বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মো. সবুর সিকদার ১৫৪/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় যাত্রী ছাউনী নিমার্ণের প্রস্তুতির বিষয়ে বিএসএফ’র নিকট জানতে চান। জবাবে বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কাশুন জানান, ভারতের চাষীদের সুবিধার্থে একটি যাত্রী ছাউনী নিমার্ণের কাজ হাতে নেওয়া হয়েছে। ১৫৪/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন নদী হতে ৬০ গজ ভারতের অভ্যন্তরে হলেও সীমান্ত পিলার হতে আনুমানিক ২১০ গজ ভারতের অভ্যন্তরে হওয়ায় এ নিয়ে সীমান্তে কোন সমস্যা হবে বলেও তিনি উল্লেখ করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ১১.২০ ঘটিকায় পতাকা বৈঠক শেষ হয়।
ছবি : বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...