কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে চাকরি হারায় মার্কিনরা। সম্প্রতি কভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে অর্থনীতি পুনরুদ্ধারে নেমেছে প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় গত মাসে ৪ লাখ ৩১ হাজার কর্মসংস্থান বেড়েছে যুক্তরাষ্ট্রে। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য বলছে, এ নিয়ে টানা ১৫ মাসের মতো কর্মসংস্থান বেড়েছে দেশটিতে। ফলে দেশটিতে বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বার, রেস্তোরাঁ ও হোটেলগুলোয় কর্মসংস্থান সব থেকে বেশি বেড়েছে। মহামারীর কারণে হারানো কর্মসংস্থানগুলোর প্রায় সবই পুনরুদ্ধার হয়েছে যুক্তরাষ্ট্রে।
এদিকে শ্রমবাজারে বিদ্যমান সংকটের ফলে কর্মীদের আকর্ষণ করতে বেতন বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। শ্রম বিভাগের তথ্য অনুসারে, এক বছরের তুলনায় গত মাসে কর্মীদের গড় সাপ্তাহিক বেতন ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে কর্মসংস্থান বাড়ার কারণে মূল্যস্ফীতি আরো বেড়েইে চলেছে যুক্তরাষ্ট্রে। গত ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ, যা গত ৪০ বছরের সর্বোচ্চ।