• আপডেট টাইম : 01/04/2022 04:09 PM
  • 668 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে এবছরও গমের ফলন হয়েছে ভাল। শ্রমিক সংকট নিরসনে মেশিন দিয়ে গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এতে অর্থ ও সময় দুই-ই সাশ্রয় হওয়ায় খুশি কৃষকরা।


চলতি মৌসুমে কুষ্টিয়ায় ১১ হাজার ৫৫৭ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। এরমধ্যে দৌলতপুরে চাষ হয়েছে ৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে। যা থেকে প্রায় ৪৫ হাজার মেট্রিক টন গম উৎপাদন হবে। প্রতি বিঘা জমিতে গমচাষে কৃষকদের খরচ হয়েছে ৫-৭ হাজার টাকা। বিঘাপ্রতি ফলন হয়েছে ১৮ থেকে ২০ মন। নূন্যতম ১১০০ টাকা মন হিসেবে খরচ বাদ দিয়ে কৃষকদের লাভ হচ্ছে ১২ থেকে ১৫ হাজার টাকা। এরআগে শ্রমিক দিয়ে গমকাটা ও মাড়াইয়ে কৃষকদের খচর হতো বেশী। গমেরও অপচয় হতো। কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে গমকাটা ও মড়াইয়ের ফলে কৃষকদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হওয়ার পাশাপাশি গমের অপচয়ও হচ্ছে কম। ফলে খুশি কৃষক ও কৃষাণীরা।


দৌলতপুরের কাঞ্চননগর গ্রামের কৃষক রানা হোসেন জানান, এবছর সে ৩বিঘা জমিতে গম চাষ করেছিল। বিঘাপ্রতি তার খরচ হয়েছে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা। হারভেস্টার মেশিন দিয়ে ৩বিঘা জমির গম কাটা ও মাড়াইয়ে খরচ হয়েছে মাত্র সাড়ে ৪ হাজার টাকা। বিঘাপ্রতি গমের ফলন হয়েছে প্রায় ২০মন করে। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি তার লাভ হচ্ছে ১৫ হাজার টাকারও বেশী। এরআগে শ্রমিক দিয়ে গমকাটা ও মাড়াইয়ে খরচ হতো বর্তমান খরচের প্রায় ৪গুন। গমের অপচয়ও হতো বেশী। বর্তমানে হারভেস্টার মেশিন দিয়ে গমকাটা ও মাড়াইয়ে খরচও কম হচ্ছে, অর্থও সাশ্রয় হচ্ছে এবং গমের অপচয়ও কম হচ্ছে।


কৃষি বিভাগের সহায়তায় সরকার থেকে শতকরা ৫০ভাগ ভতুর্কি পেয়ে কৃষকরা কম্বাইন্ড হারভেস্টার মেশিন ক্রয় করে তা দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা গম কাটা ও মাড়াই করা সম্ভব হচ্ছে। যা থেকে মেশিন মালিকরাও লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন তারা।
গম চাষে কৃষকদের উন্নত জাতের বীজ, সারসহ প্রয়োজনীয় প্রনোদনা ও পরামর্শ দেওয়ায় এবছরও গমের ফলন ভাল হয়েছে। পাশাপাশি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে গম কাটার ফলে কৃষকরাও লাভবান হচ্ছে বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম ।
তবে কৃষি নির্ভর দেশে কৃষকদের সার্বিক সহায়তা দিলে গমচাষ আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...