গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার বাৎসরিক লাভ্যাংশের পাওনা দাবী করায় ২৩৮ জন শ্রমিককে ছবি ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করে ছাঁটাই করার অভিযোগ পাওয়া গেছে।
৩০ মার্চ বুধবার দুপুরে কারখানার সামনে অবস্থানরত শ্রমিকদের সাথে কথা বলে এ তথ্য জানা যায়। ধারা অনুযায়ী কারখানায় লাভের একটা অংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা শ্রমিকদের দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ওই টাকা কারখানার অন্যান্য কর্মকর্তরা ভাগ করে নিয়েছেন বলেও অভিযোগ মিলেছে। এই খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে কারখানা বন্ধ ঘোষণা করে ২৩৮ জন শ্রমিক ছাঁটাই করে কর্তৃপক্ষ।
কারখানাটির নাম প্রকাশে অনিচ্ছুক এক অপারেটর বলেন, ২৫ মার্চ বৃস্পতিবার ওই কারখানার শ্রমিকরা জানতে পারে কারখানার লাভের একটি অংশ শ্রমিকদের মধ্যে বল্টন করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা তাদের পাওনা দাবী করে। এ ঘটনার পর ২৮ মার্চ থেকে অনিদিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষনা করা হয়। পরদিন ২৯ মার্চ মঙ্গলবার রাতে কারখানার গেটে ও দেয়ালে শ্রমিকদের ব্যাক্তিগত তথ্য ও ছবি লাগিয়ে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ লাগানো হয়েছে। এতে দীর্ঘদিন ধরে কর্মরত ওইসব শ্রমিকরা কোণঠাসা হয়ে পড়েছে।
শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে কারখানায় কাজ করলেও তাদের প্রাপ্য টাকা তারা বুঝে পাননি। শ্রমিকদের তহবিলের টাকা উর্ধ্বতন কর্মকর্তাদের পকেটে চলে গেছে। এ নিয়ে শ্রমিকরা তাদের পাওনা টাকা দাবী ও বিক্ষোভ করলে কারখানা বন্ধ ঘোষণা করে ২৩৮ জন শ্রমিক ছাঁটাই করেছেন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কারখানারটির ম্যানেজিং ডিরেক্টর আসিফ মহিন বলেন, এবিষয় আমি কিছু জানিনা আপনি কারখানার এইচ আর ডিপার্টমেন্টে যোগাযোগ করেন। তারা বিজিএমইএ যোগাযোগ করে করছে।
এ ব্যাপারে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজারের ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তিনি নাম পরিচয় না দিয়ে জানান, আমি মিটিং এ ব্যাস্ত আছি পরে কথা বলব।
এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ-সম্পাদক সারোয়ার হোসেন জানান, পাওনা টাকা দাবী করায় শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। তবে শ্রমিকদের ব্যক্তিগত তথ্য ও ছবি দিয়ে দেয়ালে নোটিশ লাগানো সম্পূর্ণ বেআইনি।