• আপডেট টাইম : 19/03/2022 06:34 PM
  • 460 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

দুর্নীতিমুক্তভাবে বরাদ্দ প্রকৃত মানুষের কাছে পৌঁছানো, ৩ কোটি ক্ষেতমজুরদের বিশেষ সহায়তা, নিত্যপণ্যের দাম কমানো ও রেশন চালুর দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রাজধানীতে বিক্ষোভ করেছে।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১৯ মার্চ বিকেল ৪টায় রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, লুটপাট দুর্নীতি ও ভুয়া তালিকার কারণে প্রকৃত ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুররা তাদের জন্য সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত থেকে যায়। বর্তমানে বাজারে চাল, ডাল, তেলসহ দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে এসব সাধারণ মানুষের কষ্ঠ চরম আকার ধারণ করেছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা।
এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি ও নির্বাহী কমিটর সদস্য শামছুজ্জামান সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সহ সভাপতি জয়নাল খান, আব্দুল মান্নান, নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন, টিইউসি নেতা কাজী রুহুল আমিন, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল প্রমুখ। সভা পরিচালনা করেন ক্ষেতমজুর সমিতির সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তা নেই। তাদের চিকিৎসার জন্য গ্রামীণ ¯^াস্থ্যকেন্দ্রে ডাক্তার ও ঔষধ থাকে না। এসব গরিব মানুষের সন্তানরা অর্থের অভাবে পড়াশুনা করতে পারে না। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রামের সকল গরিব মানুষের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। এছাড়া ‘১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি’ পুনরায় চালু ও মজুরি পাঁচশত টাকা নির্ধারণের দাবি করা হয়। বিগত করোনাকালে দরিদ্র মানুষের জন্য আড়াই হাজার টাকা করে বরাদ্দ করা হলেও ব্যাপক অনিয়ম-দুর্নীতির ফলে সাধারণ মানুষ তা থেকে বঞ্চিত হয়। সঠিক তালিকা করে কমপক্ষে ৩ কোটি গরিব মানুষের মধ্যে খাদ্য ও অর্থ সহায়তার দাবি করা হয় সভা থেকে। অবিলম্বে দ্রব্যমূল্য কমানো ও সিণ্ডিকেট ভেঙে অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় সভা থেকে। নেতৃবৃন্দ খাসজমি প্রকৃত ভ‚মিহীনদের মধ্যে বরাদ্দের দাবি জানান।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বাম জোট আহুত দ্রব্যমূল্য কমানোর দাবিতে আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতাল কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...