চাল, ডাল, তেল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, মহার্ঘ্য ভাতা প্রদান, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকাঘোষণাসহ স্কপের ৯ দফা বাস্তবায়নের দাবিতে আজ ১৮ মার্চ ২০২২, শুক্রবার, সকাল-১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনেবিক্ষোভ সমাবেশ ও মিছিল করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম
মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন,গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, সহ-সম্পাদক খুরশিদআলম মিথুন, অর্থ সম্পাদক সাই্ফুল ইসলাম শরিফ, নির্বাহী সদস্য রুহুল আমিন সোহাগ, আল আমিন হাওলাদার শ্রাবণ,
মোহাম্মদ সোহেল, আনোয়ার খান, শুভ আচার্য প্রমুখ।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ডিসেম্বর থেকে গার্মেন্টস শ্রমিকদের বর্তমান মজুরি কাঠামো কার্যকর হয়েছে। সেই
সময় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টসহ পোষাক শ্রমিকরা সংবিধানের বৈষম্যহিন রাষ্ট্র আকাংখার চেতনা এবং ২০১৫ সালের পেকমিশনের ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা ঘোষণার দাবি করেছিল। কিন্তু শ্রমিকদের সেই দাবিপাশ কাটিয়ে মালিক প্রভাবিত মজুরি বোর্ড গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি মাত্র আট হাজার টাকা ঘোষণা করেছিল যাশ্রমিকদের পুষ্টি এবং জীবনমান রক্ষায় প্রয়োজনের তুলনায় ছিল অপ্রতুল। যার মূল মজুরি ছিল মাত্র ৪১০০ টাকা। বছর শেষেমজুরি বৃদ্ধি মুল মজুরির ৫ শতাংশ বা ২০৫ টাকা, তিন বছরে মাত্র ৬০০ টাকার কিছু বেশি। এই সময়ে চালের দাম বেড়েছে ৪৭শতাংশ, ভোজ্য তেলের দাম বেড়েছে প্রায় ৯০ শতাংশ, মাছ, মাংশ, ডিম,সবজিসহ প্রায় প্রতিটি নিত্য পণ্যের দাম বেড়েছে।এই সময়ে পানি, বিদ্যুৎ. গ্যাসের মত মৌলিক পণ্যেও দাম বাড়ানো হয়েছে যথাক্রমে ৩৮, ২২ এবং ২৩ শতাংশ। পানির দাম
৪০ শতাংশ এবং গ্যাসের দাম ১১৫ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বিবেচনাধিন রয়েছে। যাতায়াতের বাস
ভাড়া ২৭ শতাংশ বৃদ্ধির কথা বলা হলেও ন্যূনতম ভাড়া, সিটিং সার্ভিস, গেটলক সার্ভিস ইত্যাদি নামে বাস ভাড়া বাড়ানোহয়েছে ৮০ থেকে ১০০ শতাংশ। অর্থাৎ গার্মেন্টস শ্রমিকদের আর্থিক মজুরির মান প্রায় অর্ধেকে নেমেছে। বিপরীতে করোনা পূর্ব
২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০২১ সালের ডিসেম্বরে তৈরী পোষাক রপ্তানি বেড়েছে ৩৮ শতাংশ আর ডলারের বিপরীতেটাকার মান কমেছে আড়াই শতাংশের বেশি অথচ বাড়েনি শ্রমিকের মজুরি বাবদ ব্যয়, দিতে হয়না শ্রমিকের চাকরির অবসানে
প্রাপ্য ন্যায্য ক্ষতিপুরণ। অভাবের সুযোগ নিয়ে মজুরি দাসত্বে বেধেঁ শ্রমিককে দিয়ে বাড়তি কাজ করিয়ে বর্ধিত ক্রয়াদেশেরপোষাক তৈরি করে বাড়তি আয়, রপ্তানিকৃত পোষাকের মূল্য বাবদ প্রাপ্ত ডলার ভাঙ্গাতে আড়াই শতাংশ বাড়তি টাকা দিয়ে,
প্রণোদনার নামে নগদ সহায়তা দিয়ে মালিকদের সম্পদ বহুগুণ বাড়ানো হচ্ছে। আর মালিকের সম্পদের ভার শ্রমিকের কাঁধেচাপিয়ে মাথাপিছু আয় বৃদ্ধির গল্প শুনিয়ে শ্রমিকদের সাথে উপহাস করা হচ্ছে। দৈনিক কর্মঘন্টার বিধান কে পাশ কাটাতে
পিসরেট চুক্তিতে অধিক আয়ের লোভ দেখিয়ে ১৪/১৬ ঘন্টা কাজ করানো হচ্ছে, যা শ্রমিকের পরিবার ও কর্মজীবনের ভারসাম্যনষ্ট করছে, অল্প বয়সে কর্মক্ষমতা হারানোর ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। শ্রমিকের অধিকার রক্ষায় রাষ্ট্রের দুর্বলতা বা প্রশ্রয় আজ কিছুমালিকের হাতে সম্পদ পুঞ্জিভুত করার সুযোগ তৈরী করছে ঠিকই যা দীর্ঘ প্রতিক্রিয়ায় সামাজিক নিরাপত্তার ওপর নির্ভরশীলমানুষের বোঝা রাষ্ট্রের কাাঁধে চাপিয়ে দেবে। শ্রমিকদের কর্মক্ষমতা দীর্ঘায়িত করতে, তাদের শারীরিক পুষ্টি, সুস্থতা নিশ্চিত
করতে অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করা এবং অন্তবর্তী সময়ে শতভাগ মহার্ঘ্য ভাতা প্রদানেরনির্দেশ দেওয়ার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে, সুবিধাবাদি নেতৃত্বের মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে
শ্রমিকদের অসংগঠিত রেখে নির্বিগ্নে সস্তায় শ্রম লুট করার এই কর্মপরিবেশ দাস ব্যবস্থার আধুনিক সংস্করণ।নেতৃবৃন্দ, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত অর্ধদিবস হরতালের কর্মসূচীর প্রতি সমর্থন ব্যাক্ত করেন এবং
নিত্যপণ্যের দাম কমানো, মহার্ঘ্য ভাতা, ন্যায্য মূল্যে খাদ্যপণ্য সরবরাহের দাবিকে জোরালো করতে আগামী ২৭ মার্চ ২০২২
পর্যন্ত শিল্পাঞ্চল সমূহে বিক্ষোভ- গণসংযোগের কর্মসুচি পালনের ঘোষণা দেন।