কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার নিত্য পণ্যের বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড প্রদান করেছেন। বুধবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকার বাজার মনিটরিং করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং নিত্য পণ্যের দাম বেশী না রাখা, মজুদ না করাসহ পন্যের তালিকা টানানোর নির্দেশনা দেন এবং পাশাপাশি তাদের সতর্কও করেন। নিত্য পণ্যের বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এক ব্যবসায়ীর ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার জানান, বুধবার বিকালে দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং এর পাশাপাশি ভোক্তা-অধিকার সংর¶ণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ১টি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।