• আপডেট টাইম : 16/03/2022 06:17 PM
  • 490 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেডরুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে আজ খুলনায় সিপিবি অফিস পুলিস কর্তৃক অবরুদ্ধ করে কর্মসূচি পালনে বাধা,শ্রমিকলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের নারায়ণঞ্জের রূপগঞ্জে সিপিবির পথসভার ব্যানার, মাইক
ছিনিয়ে নেয়া, বগুড়ার সান্তাহারে সমাবেশ করতে না দেয়া, পুলিশ, যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের মাইক ভাঙচুর,ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিতও শাস্তির দাবি করেছেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার ¶মতায় টিকে থাকতে হামলা-নির্যাতন জোরদার করছে। দেশের বিভিন্ন স্থানেসিপিবির ওপর একের পর এক হামলা হচ্ছে। এর আগে গত ১৩ মার্চ ২০২২ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলারগোমা বাজারে সাপ্তাহিক হাটে হাটসভা চলাকালে আওয়ামী দুস্কৃতিকারীরা এসে মাইক কেড়ে নেয় ও সভা বন্ধ করারজন্য জবরদস্তি করে এবং হুমকি দেয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলা-নির্যাতন করে সিপিবি কে রাজপথ থেকে সরানো যাবে না। গণবিরোধী সরকারেরবিরুদ্ধে সিপিবি তার লড়াই অব্যাহত রাখবে। গণ-আন্দোলনের মাধ্যমেই সব হামলার জবাব দেয়া হবে। আওয়ামীস্বৈারশাসনের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলবে ও বাম জোট আহুত আগামী ২৮ মার্চ হরতাল কর্মসূচি সফল করতে
সব ধরনের সংগ্রাম চালিয়ে যাবে।
উল্লেখ্য, তেল, চাল, ডাল, চিনি, সিলিন্ডার গ্যাসসহ নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের
ব্যর্থতার প্রতিবাদে সিপিবির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...