ঐতিহাসিক ধানমন্ডি-৩২ নম্বর সড়ক (বর্তমান ১০ নম্বর বাড়ি ও ১১ নম্বর সড়ক) এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে মঙ্গলবার ১৫ই মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দে সকাল ১১ টায় শুভ উদ্বোধন হবে “শ্রদ্ধা” শিরোনামে উল্লেখিত আলোকচিত্র প্রদর্শনীর। ৭দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে, বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সিডনি স্ট্রিট, পূর্ব লন্ডন শহরের টাওয়ার হ্যামলেটে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নান্দনিক আবক্ষ ভাষ্কর্যটি ঘিরে বিদেশি বন্ধুদের অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসার মেলবন্ধনের ছবিগুলো নিয়ে “শ্রদ্ধা” শিরোনামে উল্লেখিত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু।