বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পদাক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সাধারণ মানুষ শুধু কম খেয়েই বেঁচে নেই, দ্রব্যমূল্যে দিশেহারা হয়ে আহাজারি করছে। তিনি অনন্ত: ৩কোটি কম আয়ের মানুষকে তেল, চাল, চিনি, ডাল, আটাসহ প্রয়োজনীয় ৯টি পণ্য কম দামে সরবরাহের দাবী জানান।
তিনি তেল সহ নিত্যপণ্যের মূল্যে কমাতে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রন, টিসিবির মাধ্যমে খাদ্যদ্রব্য আমদানি, সর্বত্র রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালু দাবী জানান। তিনি খাদ্য সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বলেন, সরকারি নিয়ন্ত্রনে দ¶ ও দুর্নীতিমুক্ত ব্যবস্থায় বিকল্প বাজার ব্যবস্থাপনা ছাড়া খাদ্য দ্রব্যমূল্যে নিয়ন্ত্রন করা যাবে না। তিনি উৎপাদন ও ক্রেতা সমবায় গড়ে তোলা এবং পরিবহনে চাদাবাজী বন্ধের দাবী জানান।
তিনি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও সাধারণ মানুষকে কমদামে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার দাবিতে আগামী ২৮ মার্চ দেশব্যাপি অর্ধ দিবস হরতাল পালনের আহবান জানান।
আজ ১১ মার্চ ঢাকা মহানগরির শ্যামপুর এলাকায় বি¶োভে যোগ দিয়ে এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স। এছাড়াও বি¶োভ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীর সহ দেশের বিভিন্ন এলাকায় ‘দাম কমাও, জান বাঁচাও’ দাবিতে পদযাত্রা, পথসভা, বি¶োভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্যামপুরের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাধারণ সম্পদাক রুহিন হোসেন প্রিন্স,ঢাকা মহানগর দ¶িনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, জাহিদ হোসেন খান, ফিরোজ আলম মামুন, এ কে এম বদিরুজ্জামান, আলমগীর হোসেন প্রমূখ।
সমাবেশ শেষে জুরাইন এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হয়।