তৈরি পোশাক কারখানায় কাজ করছে এমন নারীদের নিয়ে কাজ করতে ইউএসএআইডি উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ নামে প্রকল্প চালু করছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। বৃহস্পতিবার (১০ মার্চ) এ প্রকল্প গ্রহণ করে সংস্থাটি।
এ সময় উপস্থিত ছিলেন, ইউএসএআইডি-এর মিশন ডিরেক্টর ক্যাথরিন ডি. স্টিভেনস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহসান-ই-এলাহি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী এবং বৈশ্বিক ফ্যাশন কোম্পানি পিভিএইচ-এর নেতৃবৃন্দ।
মার্কিন সরকারের সহায়তায় আগামী ৫ বছরের জন্য এই প্রকল্পটি হাতে নিয়েছে কেয়ার বাংলাদেশ। ৫ মিলিয়ন ডলারের প্রকল্পটিতে তৈরি পোশাক খাতে কর্মরত ১ লাখেরও বেশি নারীদের নিয়ে কাজ করবে কেয়ার বাংলাদেশ।
ইউএসএআইডি-এর এই থ্রাইভপ্রজেক্টের মাধ্যমে নারীরা তাদের কর্মক্ষেত্রে নিজেদের অধিকার নিয়ে সচেতন হবে। এছাড়াও করোনা পরবর্তী প্রভাবগুলি কাটিয়ে উঠতে তাদের সহায়তা করার জন্য নারীদের অ্যাডভোকেসি এবং আলোচনার দক্ষতাকে প্রভাবিত করবে।