• আপডেট টাইম : 10/03/2022 06:35 PM
  • 439 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে, নিয়োগকর্তাদের কাছ থেকে দুই লাখ আবেদন পেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) এইচআরডি করপোরেশন ওপেন ডে চালু করার পরে একটি সংবাদ সম্মেলনে মানবসম্পদমন্ত্রী এম সারাভানান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রক্রিয়া সম্পন্ন হলে সব সেক্টরের জন্য শ্রমিকদের অনুমতি দেওয়া হবে। যেসব বিদেশি কর্মীদের জন্য আনয়ন কোর্স বাধ্যতামূলক করা হবে যারা এখানে (মালয়েশিয়ায়) থাকাকালীন তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে দেশে আনা হয়।

এছাড়া বিদেশি কর্মীদের আনার জন্য কোনো এজেন্ট ব্যবহার করা হবে না, কারণ নিয়োগকর্তাদের এজেন্টদের দ্বারা অপব্যবহারের সমস্যা দূর করতে সরাসরি কর্মী নিয়োগ করতে হবে।
সারাভানান বলেছেন, বিদেশি কর্মীদের আনার জন্য মন্ত্রীদের আর কোনও বিশেষ অনুমোদন দেওয়া হবে না এবং ই-মজুরি ব্যবস্থা কার্যকর করা হবে যেখানে বিদেশি কর্মীদের প্রতি মাসের সপ্তম তারিখের মধ্যে বেতন দিতে হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...