• আপডেট টাইম : 10/03/2022 06:11 PM
  • 536 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাস্বাস্থ্যকমপ্লেক্সে ৬ বছর পর চালু হলো গাইনি বিভাগের অপারেশন থিয়েটার। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের গাইনি বিভাগের অপারেশন থিয়েটারের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার ও দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান। দৌলতপুর উপজেলাস্বা স্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে অপারেশন থিয়েটার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিুকুজ্জামান খান সুমন ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীসহ দৌলতপুর উপজেলাস্বা স্থ্যকমপ্লেক্সের ডাক্তার, নার্স ও আমন্ত্রিত সুধীজন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন জানান, দীর্ঘ ৬ বছর পর দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু করা হলো। এখানে সিজার অপারেশন সহ গাইনি বিভাগের বিভিন্ন অপারেশন কার্যক্রম চলবে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...