• আপডেট টাইম : 01/03/2022 03:48 PM
  • 466 বার পঠিত
  • প্রেসবিজ্ঞপ্তি
  • sramikawaz.com

যুদ্ধের মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৯ জন নাবিককে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ০১ মার্চ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নৌযান শ্রমিক ফেডারশেনের সভাপতি মোঃ শাহ আলম ভূইয়া ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন ইউক্রেন থেকে সিরামিক ক্লে লোড করার উদ্দেশ্যে জাহাজাটি গত ২৬ জানুয়ারি মুম্বাই বন্দর থেকে যাত্রা করে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌছে যুদ্ধের মধ্যে পড়ে যায়। ইউক্রেনের ওপর রাশিয়ার জল, স্থল, আকাশপথে সর্বাতক আক্রমণের পাশাপাশি সাগরে পাতা মাইন থাকার কারণে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২ জন নারী নাবিকসহ ২৯ জন নাবিক এবং তাদের পরিবার পরিজন চরম উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। যুদ্ধ আতঙ্কের সাথে জাহাজের খাদ্যসামগ্রী, পানীয় জল ও প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেলে কি হবে তার অনিশ্চয়তাও তৈরি হয়েছে। নেতৃবৃন্দ সরকারের নীতি নির্ধারকদের সমালোচনা করে বলেন ইউক্রেন যুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। দীর্ঘ সামরিক উত্তেজনার ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি সর্বাতœক যুদ্ধ শুরু হয়েছে। ফেব্রুয়ারির শুরুতেই সরকারের উচিত ছিল জাহাজটিকে নিরাপদ যে কোন বন্দেরে নোঙ্গরের ব্যবস্থা করে দেওয়া।
নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে ২৯ জন নাবিককে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে নেতৃবৃন্দ আটকে পড়া সকল বাংলাদেশী নাগরিককেও নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...