শ্রমিক নেতা তাজুল ইসলামের মৃতু্য বার্ষিকি আজ। লে. জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনকালে ১৯৮৪ সালের ১ মার্চ নারায়ণগঞ্জের আদমজী পাটকলে নৃশংসভাবে খুন হন।
সামরিক শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ-সিপিবির নেতৃত্বে গঠিত ১৫ দলীয় ঐক্যজোট আহুত ২ মার্চের হরতালের সমর্থনে আগের দিন রাতে আদমজীতে শ্রমিক মিছিলে নেতৃত্বদানকালে শাসক গোষ্ঠীর নির্দেশে হত্যা করা হয় তাঁকে।
ছাত্রজীবন থেকেই শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন দেখতেন। তাজুল ইসলাম সেই কাঙ্খিত সমাজ গড়ার চেষ্টায় ব্রতী হয়েছিলেন। স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হয়েও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নির্দেশে আদমজীতে বদলি শ্রমিকের শ্রমিকের চাকরি নিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল শোষিত-বঞ্চিত শ্রমিক শ্রেণিকে সংগঠিত করা।
আজ ৩৮তম শাহাদৎ বার্ষিকীতে বিপ্লবী তাজুল ইসলামের কর্মবহুল অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা, শতকোটি রক্তিম অভিবাদন।
বিএনপি-জামাত জোট সরকার ২০০৩ সালে এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী বন্ধ ঘোষণা করে সব স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়।