আশুলিয়ায় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত তিনজনের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন সুমাইয়া আক্তার (১২)। তিনি টাঙ্গাইল জেলার সদর থানার মালতী পাড়া গ্রামের ইমরাত হোসেনের মেয়ে। পরিবারে স্বচ্ছলতা আনতে চার মাস আগে কাজ নেন এই কারখানায়। কারখানার পাশে সোহরাব উদ্দিনের বাসায় পরিবারসহ বসবাস করতেন তিনি।
অপরজন হলেন শাহানারা বেগম ওরফে শাহানাজ (৪৫)। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার খড়িয়া গ্রামের হামিদ মিয়ার স্ত্রী। তিনি দুই মাস আগে জুতার কারখানায় কাজে যোগ দেন। বর্তমানে কারখানার পাশে জুয়েল হোসেনের বাড়িতে স্বামীসহ বসবাস করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে আগুনে পুড়ে যাওয়া অজ্ঞাত যুবকের ডিএনএ পরীক্ষা করা হবে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বৈদ্য মল্লির বেপারী মার্কেট এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।