বাঁশখালীর গন্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পে সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে কর্মরত ডিং ওয়ি শুয়ি নামের ৩৬ বছর বয়স্ক এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি চীনা জং জি জিয়ানয়ি কোম্পানির শ্রমিক হয়ে ওইদিন বিকাল ৪টায় প্রকল্পের বয়লার-১ এর ৫১ মিটার উঁচুতে কাজ করার সময় অসাবধানতা বশত বয়লারের নিচে পড়ে কপালে গুরুতর আঘাত পান। দূর্ঘটনার খবর পেয়ে বয়লারের সেফটি ম্যানেজার ও প্রকল্পের এডমিনিস্ট্রেশন কর্মকর্তা মি. লি হুই তাকে উদ্ধার করে ওইখানকার চিকিৎসক হাসান শাহরিয়ার মাধ্যমে চিকিৎসা করান।
কর্তব্যরত চিকিৎসকের নির্দেশনা অনুসারে আহত শ্রমিক ডিং ওয়ি শুয়ি কে হাটহাজারী উপজেলার বেসরকারি হাসপাতাল এভার কেয়ার হাসপাতাল প্রাইভেট লিমিটেডে নিয়ে ভর্তি করানো হয়।
ওখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টায় তিনি মারা যান। এ ব্যাপারে বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ আগষ্টও ফাইলিংয়ের বিশাল গর্তে পড়ে জিই কিংওয়েন (ঢওঊ ছওঘএডঊঘ) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছিলো। তিনি মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন শ্রমিক ছিলেন। বয়স আনুমানিক ৩৩ বছর। এই নিয়ে প্রকল্পে কাজ চলাকালীন মোট ২জন চীনা শ্রমিকের মৃত্যু হলো।
বাঁশখালী গন্ডামারা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই প্রদীপ চক্রবর্তী বলেন, ‘বয়লারে কাজ করার সময় অসাবধানতা বশত উঁচু থেকে পড়ে চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।