• আপডেট টাইম : 22/02/2022 06:12 PM
  • 461 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে নির্মাণাধীন সাবমেরিন নৌ-ঘাঁটিতে কর্মরত এক চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবা র ২২ ফেব্রুয়ারি সকালে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬নং কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া চেন ইউকুয়ান ৫৪ চীনের নাগরিক। তিনি দীর্ঘদিন ধরে নৌ ঘাঁটি নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, সুরতহালে মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে রুমমেটরা ঘুম থেকে ডাকতে গেলে চেন ইউকুয়ানকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...