• আপডেট টাইম : 22/02/2022 12:54 PM
  • 563 বার পঠিত
৫২’র ২১ ফেব্রæয়ারিতে বাঙ্গালীর আত্মপরিচয়ের প্রথম সোপন : এমপি বাদশাহ্
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ বলেছেন, ৫২’র ২১ ফেব্রæয়ারি বাঙ্গালীর আত্মপরিচয়ের প্রথম সোপান রচিত হয়েছিল। আর এইদিনটি বাঙ্গালী জাতির ইতিহাসের অবিস্মরণীয় দিন। তিনি বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ¯^াধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে এটা সত্য কথা, ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন।

১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারীর আগে ১৯৪৮ সালের ১১মার্চ রাষ্ট্রভাষা দিবস হিসেবে ছাত্র সংগ্রাম পরিষদ দিবস পালন করে আসছিল। বঙ্গবন্ধু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। ৫২ সালে বঙ্গবন্ধু তখন জেলে, ভাষা আন্দোলনের কারনেই তাকে জেলে যেতে হয়েছিল। জেলে বসে তিনি ভাষা আন্দোলনের জন্য অনশন করেছেন। পরে গণ আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে মুক্ত করা হয়।

এমপি বাদশাহ্ আরো বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে ৩০লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে এ দেশ ¯^াধীন হয়েছে। কিন্তু এদেশকে আমাদের যেভাবে ভালবাসার দরকার ছিল, গড়ে তোলার দরকার সেভাবে গড়ে তুলতে পারিনি। আজ দেশ প্রেমের বড়ই অভাব। জনগণের সম্পদ গ্রাস করে আমরা বিলাসবহুল জীবনযাপন করছি, যা দুঃখজনক ও বেদনাদায়ক।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড় তোলার জন্য। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ চাই যেখানে চোর দুর্নীতিবাজ, লুটেরাদের স্থান হবেনা। হবে বঙ্গবন্ধুর ¯^প্নের বাংলাদেশ। তবেই আজকের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ¯^ার্থক হবে।

সোমববার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সরওয়ার জাহান বাদশাহ্ এসব কথা বলেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা ছিদ্দিকা, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ লালু ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।

আলোচনা শেষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপল¶ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...