• আপডেট টাইম : 20/02/2022 06:57 PM
  • 507 বার পঠিত
  • আতিকুল ইসলাম টিটো
  • sramikawaz.com

আইনী সুরুক্ষা দিয়ে জাতীয় মজুরি কমিশন গঠন করে বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে জাতীয় ন্যূনতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, সেক্টর ভিত্তিক নিম্নতম মজুরি ঘোষণা ও সরকার ঘোষিত নিন্মতম মজুরি বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুত-পানিসহ দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ, স্বল্পমূল্যে স্বর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। ২০ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রকাশ দত্ত। সংগঠনের মহানগর কমিটির যুগ্ম-সম্পাদক আতিকুল ইসলাম টিটোর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম ভূইয়া, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আখতারুজ্জামান খান, বাংলাদেশ সিএনজি অটোরিক্সা চালক সংগ্রাম পরিষদের আহবায়ক হানিফ শেখ, ঢাকা পোষাক প্রস্তুতকারক শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক মাহবুবুল আলম মানিক, ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন নয়ন, সহ-সভাপতি আবু সাঈদ মাস্টার, ঢাকা মহানগর ভ্যান চালক ইউনিয়নের আহবায়ক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর রিকশা চালক শ্রমিক ইউনিয়নের যুগ্ম-আহবায়ক মোঃ ইউনুছ আলী।
সমাবেশে বক্তারা বলেন দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন আজ বিপর্যস্ত। সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা এবং সিলিন্ডার গ্যাসের মূল্য ৬২ টাকা বৃদ্ধি করে এখন গৃহস্থালীতে ব্যবহার্যসহ সকল ক্ষেত্রে গ্যাসের মূল্য দ্বিগুণ বৃদ্ধির পাঁয়তারা করছে যা আগামী মার্চে গণশুনানির নামে নাটক করে চুড়ান্ত করতে চলেছে। গ্যাসের মূল্য বৃদ্ধির ধারাবাহিকতায় পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিরও পাঁয়তারা চলছে। গাড়িভাড়া, লঞ্চভাড়া, বাড়িভাড়া, ঔষুধপত্র, চিকিৎসা ব্যয়ের ধারাবাহিক মূল্য বৃদ্ধিতে জনসাধারণের বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের দফায় দফায় পানি, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল, সয়াবিন তেল, পিয়াজ ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে শ্রমিক, শ্রমজীবী, স্বল্প আয়ের মানুষ ও ব্যাপক জনগণের জীবন ও জীবিকাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জনগণের জীবন-জীবিকার সকল প্রয়োজনীয় বিষয় সা¤্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালদের অবাধ লুটপাট ও লাগামহীন বাণিজ্যক্ষেত্রে পরিণত করেছে। বক্তারা সমাবেশ থেকে পুঁজির শোষণ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহাবান জানান।
এছাড়াও সমাবেশে শ্রমআইন ও শ্রম বিধিমালার শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি সমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...