কুষ্টিয়ায় বিদেশী পিস্তুল ও গুলি সহ মারুফ হোসেন (৩০) নামে এক সন্ত্রাসী আটক হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় র্যাব অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল ও একরাউন্ড গুলিসহ তাকে আটক করে। আটক সন্ত্রাসী মারুফ হোসেন কুষ্টিয়া সদরের বারাদি উত্তরপাড়া এলাকার আফাজ্জেল হোসেনের ছেলে।
র্যাব সূত্র জানায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মারুফ হোসেনের অবস্থানের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার একটি অটো গ্যারেজের সামনে অভিযান চালায়।
এসময় সন্ত্রাসী মারুফ হোসেনকে একটি বিদেশী পিস্তুল ও একরাউন্ড গুলিসহ আটক করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করে র্যাব।