• আপডেট টাইম : 17/02/2022 03:34 PM
  • 490 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বাগেরহাটের মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। একটি অ্যাম্বুলেন্সের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন তারা।

বৃহস্পতিবার১৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তরের সামনে টয়োটা হাইচ মডেলের অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

শ্রমিকদের পক্ষে অ্যাম্বুলেন্সের চাবিটি গ্রহণ করেন মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।

এসময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, শ্রমিক কল্যাণ হাসপাতালে অ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে শ্রমিক কল্যাণ হাসপাতালে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের পাশাপাশি শ্রমিকদের বহুদিনের কাঙ্ক্ষিত দাবি পূরণ হয়েছে।

অ্যাম্বুলেন্স হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) শাহীনুর আলম, হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এবং বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...