• আপডেট টাইম : 10/02/2022 05:56 PM
  • 530 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নেতারা অভিযোগ করে বলেছেন, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নতুন সুযোগে ২৫টি এজেন্সি সিন্ডিকেট করে কর্মী পাঠানোর পাঁয়তারা করছে। এ সিন্ডিকেটে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন।

তারা বলেন, এর আগে ১০টি এজেন্সির সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে মাত্র ৩৬ হাজার টাকায় কর্মী পাঠানোর কথা থাকলেও নেওয়া হয়েছে আড়াই লাখ থেকে ৪ লাখ টাকা। এভাবে সাধারণ মানুষের পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ সিন্ডিকেটের সঙ্গে মালয়েশিয়ার এসপিপিএ নামে সংগঠন জড়িত। অনিয়ম ও দুর্নীতির কারণেই তৎকালীন মাহাথির মোহাম্মদ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বায়রা নেতারা এমন অভিযোগ করেন। তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদেশে জনশক্তি পাঠাতে স্বচ্ছতা নিশ্চিত ও প্রতারণা বন্ধে করণীয় এবং মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সম্ভাব্য সিন্ডিকেট প্রথা বাতিল এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উম্মুক্ত করার দাবি জানান।

বায়রার সাবেক সভাপতি আবুল উন্মুক্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ নূর আলী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, শামিম আহমেদ চৌধুরী নোমান এবং সাবেক সহ-সভাপতি আবুল বারাকাত ভূঁইয়া ও শাহাদাত হোসেন প্রমুখ।

বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, ২০১৬ সালে মালয়েশিয়াতে ১০টি এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে শতভাগ অনিয়ম ও দুর্নীতি হয়েছে। অনিয়মের কারণে দুদক ও উচ্চ আদালতে মামলা হয়েছে। সিন্ডিকেট ব্যবসায়ীরা বিপুল অর্থ-বিত্তের মালিক বিধায় মামলা ধামাচাপা দিয়েছেন।

তিনি বলেন, ২০১৬ সালে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী নিয়োগে ১০টি এজেন্সির মাধ্যমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে মাত্র দেড় বছরের মাথায় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে গঠিত মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। এসপিপিএ নামে মালয়েশিয়ান কোম্পানির অটো ডিস্ট্রিবিউশন পদ্ধতি বাতিল করা হয়। ব্যাপক অনিয়মের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ হয়ে যাওয়ায় উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়।

আবুল বাশার বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে পুনরায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হয়। কিন্তু এবারও ২৫ সিন্ডিকেটের সদস্যরা অতীতের পুনরাবৃত্তি ঘটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও একই কায়দায় আরও আড়াইশ’ রিক্রুটিং এজেন্সিকে সহযোগী বা সাব এজেন্ট হিসেবে প্রচার করা হচ্ছে। তাদের অসৎ উদ্দেশ্য সফল হলে বিদেশগামী নিরীহ কর্মী ও সিংহভাগ বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক এবারও তাদের লালসার শিকার হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ নুর আলী (১০ এজেন্সির সিন্ডিকেটের একজন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মালয়েশিয়ায় যে পদ্ধতিতে এজেন্সি নিয়োগ দিয়েছিল সে পদ্ধতিতে ত্রুটি ছিল, বিষয়টি তিনি অনুধাবন করে এবার সে পদ্ধতি চাইছেন না।

যাবতীয় অনিয়ম বন্ধ করতে সব বৈধ এজেন্সির জন্য সুযোগ উন্মুক্ত করে দেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, মালয়েশিয়াতে লাখ লাখ কর্মী পাঠানোর সুযোগ আছে। সব এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ তৈরির উদ্যোগ প্রয়োজন।

লিখিত বক্তব্যে বলা হয়, স্বার্থান্বেষী মহলের এই সিন্ডিকেট বাস্তবায়িত হলে আগের মতো অনিয়ম, দুর্নীতি এবং অভিবাসন ব্যয় বাড়বে। গুটিকয়েক স্বার্থান্বেষী মহলের দেশবিরোধী ব্যক্তিস্বার্থ চরিতার্থ হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি উপজেলার ১০০০ কর্মীর বিদেশে কর্মসংস্থানের বিষয়টিও বাস্তবায়ন হবে না। শুধু তাই নয়, সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি কাজ করলে কর্মী পাঠানোর গতি যেমন কমে যাবে, তেমনি সক্ষমতা থাকা সত্ত্বেও শত শত রিক্রুটিং এজেন্সি তাদের ব্যবসার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। আগের মতো যে কোনো সময় বাজারটি বন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...