• আপডেট টাইম : 01/02/2022 10:23 PM
  • 501 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ থেকে পড়ে আরিফুল ইসলাম সুজন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার কবির স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আরিফের গ্রামের বাড়ি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে।

পুলিশ জানায়, কাজ করার সময় হঠাৎ পড়ে যায় আরিফ। জাহাজের পাতের মাথায় গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া তার স্বজনরা থানায় আসছেন। তাদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...