নারায়ণগঞ্জের মদনপুরে গাজী পেপার মিলে আগুনের ঘটনায় মো. হাফিজুর রহমান (২৬) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দুজন মারা গেলেন।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাফিজুর রহমান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাহবুব হাওলাদারের ছেলে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাফিজুরের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় মো. শাহিন (৪২) ও আব্দুল হক (৫৫) নামে আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। শাহিনের শরীরের ৭৫ শতাংশ ও আব্দুল হকের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
শনিবার (১৫ জনুয়ারি) রাতে মদনপুরের ওই মিলে আগুন লাগে। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হানিফ নামে একজন মারা যান।